টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ রুবি আক্তার কনা (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জিএস সেলিম সিকদারের স্ত্রী।
বুধবার (২৮ মে) রাতে মির্জাপুর উপজেলা সদরের কলেজ রোডের মনসুর টাওয়ারে ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আরও দুই সহযোগী স্বপন মিয়া (৪৮) ও সজিব দেওয়ান (৩১)কেও গ্রেপ্তার করা হয়। অভিযানে ৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত স্বপন মিয়া মির্জাপুর পৌর এলাকার পুষ্টকামুরী খালপাড়ার মৃত শাহাবুদ্দিনের ছেলে এবং সজিব দেওয়ান সখিপুর উপজেলার হতিয়া রাজাবাড়ি গ্রামের রশিদ দেওয়ানের ছেলে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদ এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ঐ বাসায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট টয়লেটে ফেলে দেয়। এরপরও বাসায় তল্লাশি চালিয়ে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।