জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
এসময় জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, থানা বিএনপির সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়াও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শহীদ জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনীসহ অন্যান্য কর্মসূচি পালন করবে দলটি।