বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স আকবর অটো রাইস মিলে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাটের বস্তা ব্যবহার না করার অপরাধে এই জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু নেতৃত্বে উপজেলার নুন্দহ (রুপিহার) এলাকায় মেসার্স আকবর অটো রাইস মিলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে ৩৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু এ তথ্য নিশ্চিত করে বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় এ জরিমানা করা হয়েছে।