Dhaka ০২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের সেনপাড়ার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে নয়টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জাতীয় পার্টের নেতা-কর্মীদের মধ্যে উত্তজনা বিরাজ করছে।

অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ ঘটনায়। আছে সেনাবাহিনী। এই ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে নগরীতে।

জাতীয় পার্টির নেতাকর্মীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র ও এনপিপির নেতা কর্মীরা এই হামলা চালিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, জাতীয় পার্টির নেতা-কর্মীরাই তাদের বিক্ষোভ মিছিলে হামলা করেছে। আমাদের কোনো নেতাকর্মীই জিএম কাদেরর বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জিএম কাদেরকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে রাত সাড়ে আটটার দিকে বৈষম্য বিরোধী ছাত্ররা নগরীতে বিক্ষোভ করে, যোগ দেয় এনপিপির নেতা কর্মীরাও । সেই বিক্ষোভ পৌছায় নগরীর সেনপাড়া এলাকায়। সেখানে পৌছামাত্র কে বা কারা জিএম কাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বাড়ির জানালার থাই গ্লাস ভেঙ্গে যায়। বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। তবে তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলে।

এ ঘটনা ছড়িয়ে পড়লে দ্রুত জাতীয় পার্টির নেতা-কর্মীরা ঘটনাস্থলে আসলে বৈষম্যবিরোধী চলে যায়। তবে, এই ঘটনায় নগর জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

মহানগর জাতীয় পার্টির সভাপতি ও কো- চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তাফা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাই বলেই এই ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, এখন পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। আমরা যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কোস্টগার্ড অস্ত্র ও গোলাবারুদ ও সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক

রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা

Update Time : ০৭:২৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের সেনপাড়ার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে নয়টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জাতীয় পার্টের নেতা-কর্মীদের মধ্যে উত্তজনা বিরাজ করছে।

অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ ঘটনায়। আছে সেনাবাহিনী। এই ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে নগরীতে।

জাতীয় পার্টির নেতাকর্মীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র ও এনপিপির নেতা কর্মীরা এই হামলা চালিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, জাতীয় পার্টির নেতা-কর্মীরাই তাদের বিক্ষোভ মিছিলে হামলা করেছে। আমাদের কোনো নেতাকর্মীই জিএম কাদেরর বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জিএম কাদেরকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে রাত সাড়ে আটটার দিকে বৈষম্য বিরোধী ছাত্ররা নগরীতে বিক্ষোভ করে, যোগ দেয় এনপিপির নেতা কর্মীরাও । সেই বিক্ষোভ পৌছায় নগরীর সেনপাড়া এলাকায়। সেখানে পৌছামাত্র কে বা কারা জিএম কাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বাড়ির জানালার থাই গ্লাস ভেঙ্গে যায়। বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। তবে তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলে।

এ ঘটনা ছড়িয়ে পড়লে দ্রুত জাতীয় পার্টির নেতা-কর্মীরা ঘটনাস্থলে আসলে বৈষম্যবিরোধী চলে যায়। তবে, এই ঘটনায় নগর জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

মহানগর জাতীয় পার্টির সভাপতি ও কো- চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তাফা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাই বলেই এই ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, এখন পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। আমরা যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।