৩০ মে শুক্রবার শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচী পালন করেছে। সকাল ১১ টার সময় ইবি রোডস্থ দলীয় অফিসের সামনে থেকে জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে একটি শোক র্যালি বের হয়। বৃষ্টিতে ভিজে শোক র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে দলীয় অফিসে দলীয় ও কালো পতাকা উত্তোলন করে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বাদ জুম্মা মসজিদে মসজিদে দোয়া করে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করা হয়।