নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিউআরওবিডি) এর এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ওই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। দেশের উত্তরাঞ্চলে প্রযুক্তি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের রোবোটিক্সে আগ্রহী করে তোলার লক্ষ্যে ওই ওয়ার্কশপের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বাউস্ট) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
ওয়ার্কশপ’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ এর কার্যকরী সদস্য এবং বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. এস, এম জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার,বলেন, তোমরা শুধু রোবট বানানো শিখো না- বরং নিজের চিন্তা,কল্পনা আর সমস্যার সমাধানে সেই রোবটকে ব্যবহার করতে শিখো। আগামী দিনের বাংলাদেশ তোমাদের হাত ধরেই আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে।
ওয়ার্কশপে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডবিøউআরও) এবং রোরোটিক্সের গুরুত্ব সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ এর কার্যকরী সদস্য এবং বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. এস, এম জাহাঙ্গীর আলম।
তিনি রোবোটিক্স প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা,শিক্ষার্থীদের অংশগ্রহণের গুরুত্ব এবং বিগত বছরগুলোতে আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য গাথা তুলে ধরেন। তাঁর উপস্থাপনা শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহ জাগিয়ে তোলে। এই আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও প্রযুক্তি চর্চায় উৎসাহিত করেছে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীভনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
ওয়ার্কশপটি পরিচালনা করেন ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশ এর মেন্টর ইসরাফিল শাহীন অরণ্য।ওয়ার্কশপে রংপুর বিভাগের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের আট বছর থেকে ২২ বছর বয়সী প্রায় ২০০ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, প্রশিক্ষক ও প্রযুক্তি অনুরাগী উপস্থিত ছিলেন।
ওয়ার্কশপে শিক্ষার্থীরা জানতে পারে কীভাবে তারা আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা এবং বাস্তব সদস্যা সমাধানের সক্ষমতা বিকাশে এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। আর এ ধরণের কার্যক্রমই প্রমাণ করে যে, বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (বাউস্ট) রংপুর বিভাগের শিক্ষাক্ষেত্রে একটি সেন্টার অব এক্সসিলেন্স হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। প্রযুক্তি নির্ভর শিক্ষা উদ্ভাবনমুখী কার্যক্রম এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠানটি এই অঞ্চলের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে।
উল্লেখ্য, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ কর্তৃক আগামী জুলাই মাসে আঞ্চলিক/ রংপুর বিভাগীয় অলিম্পিয়াড প্রতিযোগিতা বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (বাউস্ট), সেপ্টেম্বরে জাতীয় অলিম্পিয়াড প্রতিযোগিতা ঢাকায় এবং নভেম্বর মাসে আন্তর্জাতিক অলিম্পয়াড প্রতিযোগিতা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে।