খুলনার ডুমুরিয়ার চুকনগরে ট্রাকের ধাক্কায় ট্রাক চালক আহত হয়েছে। খর্নিয়া হাইওয়ে পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস সুত্রে জানা যায় ৩০মে আনু্মানিক বিকেল সাড়ে ৩ টার দিকে খুলনার ডুমুরিয়া থানাধীন চুকনগর যশোর মহাসড়কের নরনীয়া বাসস্ট্যান্ড এলাকায় সাতক্ষীরা হতে খুলনা গামী সিমেন্ট ভর্তি নরণিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ট্রাক নাম্বার (সাতক্ষীরা- ট ১১-০২৭৬) সাতক্ষীরা হতে খুলনা-গামী সিমেন্ট ভর্তির ট্রাক নাম্বার (ঢাকা মেট্রো-উ ১১-৬০৯৭) সজোরে পিছনে ধাক্কা দেয় এবং দুর্ঘটনায় পতিত হয়। এমতাবস্থায় সিমেন্ট ভর্তি ট্রাক চালক গুরুতর আহত হয়।
আহত মোঃ হোসেন কাজী, বাগেরহাট সদর থানাধীন কার্তিক দিয়া গ্ৰামের কাজী আব্দুল হাকিমের ছেলে।
আহত ট্রাক চালককে স্থানীয় লোকজন উদ্ধারপূর্বক চুকনগর ডায়গনিক সেন্টারে নিয়ে যায় এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।