সড়কের পিচঢালাই উঠে বেরিয়ে গেছে নিচের পাথর খোয়া-সুড়কি ও কাদামাটি। সৃষ্টি হয়েছে বিশালাকার বড় গর্তের। বৃষ্টি নামলেই সেখানে জমে থাকে পানি। দেখে বোঝার উপায় নেই এটা পাকা সড়ক নাকি জলাশয়।
সড়কের ওই কাদাপানির ভেতর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে হাজারো যানবাহন। মাঝে মধ্যেই উল্টে যাচ্ছে মালবাহী যানবাহন। ভোগান্তি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা।
এমন চিত্রের দেখা মিলেছে নওগাঁর পোরশা উপজেলার প্রাণকেন্দ্র সারাইগাছী বাজারের আড্ডা সড়কে।
সড়কটি সাপাহার-পোরশা-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক হওয়ায় প্রতিদিন এসড়ক দিয়ে যাতায়াত করে অগনিত যানবাহন। নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ও বিভাগীয় শহর রাজশাহীর মানুষ প্রতিনিয়ত চলাচল করেন। চলাচলরত হাজারো যানবাহন ও মানুষের দুর্ভোগের শেষ নেই। ভাঙ্গা সড়কের কারনে মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙা থাকলেও, সংস্কার করার ব্যাপারে কারো কোন মাথা ব্যাথা নেই।
গর্ত হওয়া সড়কের সামনের ইলেট্রনিক্স মিস্ত্রি পলাশ জানান, প্রায় ২বছর ধরে এখানে গর্ত হয়ে রয়েছে। প্রায় সময় এখানে দুর্ঘটনা ঘটে। মাঝে মধ্যে কেউ এসে ইটের টুকরো ফেলে যায়। কিছুদিন পর আবার গর্ত হয়ে যায়। স্থায়ী সমাধান না করার কারনে মানুষের দুর্ভোগ বাড়ছে
এ ব্যাপারে নওগাঁ সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক জানান, বিষয়টি আমার জানা ছিলনা। আমি অতি সত্তর রাস্তাটি মেরামত করে দিচ্ছি।