নওগাঁর পোরশা সরকারি কলেজের সহকারী লাইব্রেরিয়ান শাহ্ কাওছার কামাল চৌধুরী ছুটি নেওয়া ছাড়ায় প্রতিবছর হজ্ব করে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে দলীয় দাপট দেখিয়ে সরকারি চলেজে চাকুরীর পাশাপাশি হজ্ব কাফেলা বাণিজ্য করে আসছেন। কাফেলা বাণিজ্য থাকায় তিনি প্রতিবছর কলেজ থেকে ছুটি না নিয়েই হজ্ব করতে যান।
জানা গেছে, কাওছার কামাল দীর্ঘদিন ধরে আমদা ট্যুর এন্ড ট্রাভেলস এবং আমদা হজ্ব গ্রুপের প্রতিনিধি হিসাবে বাণিজ্য করেন। প্রতিবছর তিনি হাজি সংগ্রহ করে তাদের হজ্ব করাতে সৌদি আরব নিয়ে যাওয়া-আসা করেন। নিয়মানুসারে হজ করতে গেলে প্রায় দেড় মাস সেখানে অবস্থান করতে হয়। ছুটি ছাড়ায় তিনি প্রতিবছর দেড় মাস কলেজের বাইরে থাকেন। এসব সম্ভব হয় তার দলীয় পদের দাপটে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পোরশা উপজেলা শাখার সহসভাপতি।
কাওছার কামালের ছোট ভাই শাহ্ সুফি কামাল চৌধুরী জানান, তার বড় ভাই ১২বছর ধরে হজ্ব কাফেলার সাথে যুক্ত আছেন। তিনি প্রতি বছর ছুটি ছাড়াই এভাবে হজে যান। এবছর তিনি গত ২৮তারিখ কাফেলা নিয়ে চলে গেছেন। আগে আওয়ামী লীগ নেতাদের ম্যানেজ করে হজে যেতেন, আর এখন নিজের দলীয় দাপটে।
এ ব্যাপারে সৌদি আরব থাকায় লাইব্রেরিয়ান কাওছার কামালের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পোরশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালেকা পারভিন, কাওছার কামালের ব্যাপারে কোন মন্তব্য করতে না চাইলেও তিনি বলেন, এবছর তাকে ১জুন থেকে ২জুন পর্যন্ত দুই দিনের ছুটি দেওয়া হয়েছে।