Dhaka ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গার্ডেনারের বদলি হওয়ায় তৈরি হয়নি ভেষজ বাগান

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী গার্ডেনার হারবাল শ্রী প্রকাশ চন্দ্রকে বদলী করার পর ভেষজ বাগান আর তৈরি হয়নি। বাগানে তেমন কোন উন্নত মানের ঔষধী গাছ নেই। গত ০২ আগষ্টা ২০২২ইং সালে স্বাস্থ্য অধিদপ্তর (হোমিও চিকিৎসক) পরিচালক ডা: হাবিবুর রহমান স্বাক্ষরীত চিঠিতে তৎকালীন সময় তাকে বদলি করা হয়। সেই আদেশ অনুযায়ী ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বদলি করা হয়।

প্রকাশ চন্দ্র একজন ছোট পদের কর্মচারী তাকে ঐ তৎকালীন সময়ে ২০২২ইং সালে সেখানে বদলী করা হয় কী অপরাধ ছিল তার? তার বাড়ী থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে কর্মস্থল। তাকে ষড়যন্ত্র করে সুবিধাবদিরা সুবিধা নেওয়ার জন্য এ কাজ করেন। তার বদলীর আদেন প্রত্যাহারের জন্য সেই সময় এলাকাবাসী প্রতিবাদ জানান। জানা যায়, তৎকালীন সময় ভেষজ বাগান তৈরির জন্য সরকারের বরাদ্দ হলেও বাগান না করার জন্য বরাদ্দের টাকা ফিরে যায়। কতটুকু সত্য তা জানা যায় নি। ঐ সময় সরকারি দায়িত্বে যারা ছিলেন তারা প্রকাশ চন্দ্র কে সহ্য করতে পারিছিলেন না। কর্তৃপক্ষ বলেন, দায়িত্ব পালনে অবহেলা করার জন্য তাকে শাস্তিমূলক বদলি করেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মশিউর রহমান। হাসপাতাল সূত্রে জানান গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এলোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি একটি হারবার হোমিও প্যাথিক চিকিৎসা ইউনিট রয়েছে। কিন্তু ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হারবার হোমিও প্যাথিক মেডিকেল অফিসার নাজমিন আক্তার ০৮ বছর ধরে পেশনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাকুরী করার কারণে সেই হারবাল ইউনিটটি বর্তমানে বন্ধ রয়েছে।

ভেষজ বাগানটি তদারকের দায়িত্বে এখন কেউ নাই। এমনকি হারবাল ইউনিটটি চালু করার ব্যাপারে কারও কোন মাথা বেথা নেই। ফুলবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী গার্ডেনার ভেষজ বাগানের প্রকাশ চন্দ্র কে বদলী করার পর ভেষজ বাগানটির পরিচর্যা এবং রক্ষনাবেক্ষণ করার কেউ নেই। কর্তৃপক্ষের কোন স্বার্থ ছিলো বলেই তাকে বদলি করে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্স এর কয়েকজন বলেন যাদের স্বার্থ রয়েছিল তারাই তাকে বদলি করে দেন। এখন বাগানটি পরিচর্যাা করার কেউ নেই। বরাদ্দ এলে সেই টাকাও ঘুরে যায়। এ ব্যাপারে স্থানীয় সুধিজন অতিদ্রুত হোমিও প্যাথিক ইউনিটটি চালু করার জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের আসুহস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

খুলনায় জলবায়ু ঝুঁকিকে মাথায় রেখে নগর ব্যবস্থাপনা সাজানো হবে:পরিকল্পনায় বুয়েট

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গার্ডেনারের বদলি হওয়ায় তৈরি হয়নি ভেষজ বাগান

Update Time : ০১:২১:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী গার্ডেনার হারবাল শ্রী প্রকাশ চন্দ্রকে বদলী করার পর ভেষজ বাগান আর তৈরি হয়নি। বাগানে তেমন কোন উন্নত মানের ঔষধী গাছ নেই। গত ০২ আগষ্টা ২০২২ইং সালে স্বাস্থ্য অধিদপ্তর (হোমিও চিকিৎসক) পরিচালক ডা: হাবিবুর রহমান স্বাক্ষরীত চিঠিতে তৎকালীন সময় তাকে বদলি করা হয়। সেই আদেশ অনুযায়ী ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বদলি করা হয়।

প্রকাশ চন্দ্র একজন ছোট পদের কর্মচারী তাকে ঐ তৎকালীন সময়ে ২০২২ইং সালে সেখানে বদলী করা হয় কী অপরাধ ছিল তার? তার বাড়ী থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে কর্মস্থল। তাকে ষড়যন্ত্র করে সুবিধাবদিরা সুবিধা নেওয়ার জন্য এ কাজ করেন। তার বদলীর আদেন প্রত্যাহারের জন্য সেই সময় এলাকাবাসী প্রতিবাদ জানান। জানা যায়, তৎকালীন সময় ভেষজ বাগান তৈরির জন্য সরকারের বরাদ্দ হলেও বাগান না করার জন্য বরাদ্দের টাকা ফিরে যায়। কতটুকু সত্য তা জানা যায় নি। ঐ সময় সরকারি দায়িত্বে যারা ছিলেন তারা প্রকাশ চন্দ্র কে সহ্য করতে পারিছিলেন না। কর্তৃপক্ষ বলেন, দায়িত্ব পালনে অবহেলা করার জন্য তাকে শাস্তিমূলক বদলি করেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মশিউর রহমান। হাসপাতাল সূত্রে জানান গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এলোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি একটি হারবার হোমিও প্যাথিক চিকিৎসা ইউনিট রয়েছে। কিন্তু ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হারবার হোমিও প্যাথিক মেডিকেল অফিসার নাজমিন আক্তার ০৮ বছর ধরে পেশনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাকুরী করার কারণে সেই হারবাল ইউনিটটি বর্তমানে বন্ধ রয়েছে।

ভেষজ বাগানটি তদারকের দায়িত্বে এখন কেউ নাই। এমনকি হারবাল ইউনিটটি চালু করার ব্যাপারে কারও কোন মাথা বেথা নেই। ফুলবাড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী গার্ডেনার ভেষজ বাগানের প্রকাশ চন্দ্র কে বদলী করার পর ভেষজ বাগানটির পরিচর্যা এবং রক্ষনাবেক্ষণ করার কেউ নেই। কর্তৃপক্ষের কোন স্বার্থ ছিলো বলেই তাকে বদলি করে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্স এর কয়েকজন বলেন যাদের স্বার্থ রয়েছিল তারাই তাকে বদলি করে দেন। এখন বাগানটি পরিচর্যাা করার কেউ নেই। বরাদ্দ এলে সেই টাকাও ঘুরে যায়। এ ব্যাপারে স্থানীয় সুধিজন অতিদ্রুত হোমিও প্যাথিক ইউনিটটি চালু করার জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের আসুহস্তক্ষেপ কামনা করেছেন।