মাগুরার আবালপুর মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ২৯ মে বৃহস্পতিবার দুপুরে অসহায় ও প্রতিবন্ধী,মোঃ মশিয়ার ও মোঃ মানিককে দুটি বকন গরু প্রদান করে তাদের সহযোগিতায় এগিয়ে আসেন। বৃহস্পতিবার দুপুরে মাগুরার আবালপুর মুক্তিমঞ্চ ফাউন্ডেশন কার্যালয়ে মাগুরা জেলা বিএনপির সদস্য সমাজ সেবক,আলহাজ্ব, মাসুদ হাসান খান কিজিল, দুস্থ প্রতিবন্ধীদের হাতে গরু তুলে দেন।
মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমীর হোসেন এ অনুষ্ঠ্নে সভাপতিত্ব করেন। এ সময় আবালপুর এলাকার গান্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।