মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় , দলীয় ও কালো পতাকা উত্তোলন, বুকে কালো ব্যাজ ধারণ, কোরআন তেলওয়াত , বাদ নামাজে জুম্মা মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ।
শুক্রবার (৩০ মে) দুপুরের পর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করে।
দলীয় কার্যালয়ে শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জিবনী নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, দেলওয়ার চৌধুরী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা বিএনপির অন্যতম নেতা অধ্যাপক শওকত হায়াত শাহ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু প্রমুখ।
আলোচনা শেষে দলীয় কার্যালয়ের সামনে এবং শহরের পাঁচমাথা মোড়ে মানুষজনের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
আলোচনা শেষে দলীয় কার্যালয়ের সামনে এবং শহরের পাঁচমাথা মোড়ে মানুষজনের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
এরআগে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোঃ জহুরুল ইসলাম খোকন