নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি দল মাদক ব্যবসায়ী ফারুক ও তার স্ত্রী মুক্তাকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে শহরের কয়ানিজপাড়া এলাকার মাদক ব্যবসায়ী শফিক, মাসুদ, বাবু ও ফারুকের বাড়িতে অভিযান চালায়। এতে সবাই পালিয়ে গেলেও মাদক ব্যবসায়ী দম্পতি ফারুক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয় ।
এলাকাবাসী জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীরা সৈয়দপুর শহরসহ নীলফামারী জেলা সহ বিভিন্ন উপজেলায় মাদক সরবরাহ করে আসছিলো। তারা মাঝে মধ্যে ধরা পড়লেও আইনের ফাঁক ফোকর দিয়ে বেড়িয়ে এসে আবার পুর্বের ব্যবসা শুরু করে দেয়। এতে এলাকার উঠতি যুবকরা বিপথে যাচ্ছিল। বেড়েছিল চুরি চামারি। ওই দুই মাদক বিক্রেতাকে দীর্ঘদিন জেল হাজতে আটক করে রাখলে এলাকা বাসী শান্তিতে ঘুমাতে পারবে বলে জানান তারা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (৩০ মে) দুপুরের আগেই গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। ৩১ মে শনিবার থেকে সেনাবাহিনীর সাথে পুলিশ ও মাদক বিক্রেতা ও অনলাইন জুয়ারিদের বিরুদ্ধে কঠোর ভুমিকা রাখবেন বলে জানান তিনি।