কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার (১ জুন) দুপুরে উলিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রেল-লাইনে। উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোস্তাফিজার রহমান মজনু (৬০) উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি গ্রামের মৃত আব্দুল জলিল মাষ্টারের ছেলে। মজনু পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্যে যান মোস্তাফিজার রহমান মজনু। এরপর দুপুর গড়িয়ে বিকাল হলেও তাঁকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর শুরু করে। এক পর্যায়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে স্বজনরা তার মরদেহ শনাক্ত করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ট্রেনে কাটা পরা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।