কুষ্টিয়া সদর মডেল থানার কার্যক্রম শুভ উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম ।৩১ মে ২০২৫ ইং শনিবার কুষ্টিয়া জেলায় শুভাগমন উপলক্ষে রেঞ্জ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান মোঃ মিজানুর রহমান, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। এসময় রেঞ্জ ডিআইজিকে কুষ্টিয়া জেলা পুলিশের একটি চৌকস দল সালামি প্রদান করেন।
পরবর্তীতে বিকাল ০৩.৩০ ঘটিকায় রেঞ্জ ডিআইজি কুষ্টিয়া মডেল থানার কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন এবং সদর মডেল থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত “সুধী সমাবেশ “ এ প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। এসময় খুলনা রেঞ্জের ডিআইজি কুষ্টিয়া মডেল থানার আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের বিভিন্ন চ্যালেঞ্জ এবং করণীয় বর্জনীয়সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন।
সেই সাথে সুধী সমাবেশে আগত ব্যক্তিদের রেঞ্জ পুলিশ সংশ্লিষ্ট যে কোন অভিযোগ তাৎক্ষনিক তৈরি অভিযোগ বক্সে প্রদানের জন্য বলেন। উল্লেখ্য সুধীসমাবেশে মন্চে সমন্বয়ককে বসতে দেওয়ায় বিএনপির নেতারা হট্রগোল করেন এবং সেটি সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ৫ আগষ্ট ২০২৪ইং ছাত্র – জনতার তান্ডবে ভস্মিত হয় কুষ্টিয়ার মডেল থানা ,লুটপাট করা হয় অস্ত্র ও গোলাবারদ এবং প্রাণ নিয়ে ভয়ে পালিয়ে পুলিশ সদস্যরা দ্রুত আশ্রয় নেয় পুলিশ লাইনে ।
এছাড়াও সুধী সমাবেশে আগত ব্যক্তিবর্গের মধ্য হতে তাৎক্ষনিক প্রশ্নকারী ব্যক্তিদের প্রশ্নোত্তর প্রদান ও আনগত সহায়তায় সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন। কুষ্টিয়া সদর মডেল থানা কার্যক্রম উদ্বোধন ও সুধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন , ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ রাফিউল রহমান, সিনিঃ সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল),বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল আলম টুকু,জামাত নেতা মাওলানা আমির হামজা , বিএনপির সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।