মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে তরুণ নারী ও কিশোরী সহ সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় ও জাতীয় নীতি নির্ধারণী পর্যায়ে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়টি একিভুত করনে সমর্থন জানানো, স্থানীয় পর্যায়ে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ে চাহিদা তৈরিসহ নানা বিষয় নিয়ে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১ জুন) বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাস্টের পঞ্চম তলায় অর্ধশত তরুণীদের নিয়ে এই আলোচনা সভা হয়।
এতে উপস্থিত ছিলেন সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেক পরিচালক আব্দুর রহিম, উপকূল অনুসন্ধানে সাংবাদিক ওভাবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংকল্প ট্রাস্টের পরিচালক মনিরুজ্জামান হিরু।
বক্তারা বলেন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এমন একটি বিষয় জানিয়ে বেশিরভাগ নারী জনসম্মুখে আলোচনা করতে অস্বস্তি বোধ করেন, নারীর স্বাভাবিক জীবন চক্রের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে মাসিক বা পিরিয়ড। এর সঙ্গে সন্তান ধরনের সক্ষমতা সম্পর্কিত এই স্বাভাবিক বিষয়টি এখনো বাংলাদেশের স্বাভাবিক আলোচনা বিষয় নয় । এ বিষয়গুলোকে গোপনীয় একান্ত মেয়েলী বলে গণ্য করা হয়। তরুণীদের এখনই সচেতন হতে হবে।
বক্তারা বলেন, বয়ঃসন্ধিকাল সময় কিশোর কিশোরীদের যৌনতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সময়। কিশোর কিশোরী যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার মানবাধিকার বিষয়ে গণজাগরণ তৈরি করা নিয়ে গুরুত্ব আরোপ করেন সভায়।