হেযবুত তওহিদ মাগুরা জেলা শাখা রবিবার বিকেল চারটায় মাগুরা প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনে ইসরাইলের গনহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে। ররিবার বিকেল চার টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গগন বিদারী শ্লোগানে এলাকা সরগরম হয়ে ওঠে। মানববন্ধনে বক্তারা বলেন, ইসরাইল বাহিনীর নির্যাতন হামলায় ফিলিস্তিন এর নিরিহ মানুষ দিশেহারা হয়ে পড়েছে।
ঘরবাড়ি, মসজিদ, স্কুল কলেজ হাসপাতালসহ সকল স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। লাখলাখ নিরাপদ মানুষ ইতিমধ্যে প্রান হারাচ্ছে। তারা বলেন, শুধু এক বছরে ৩৫থেকে ৪০ হাজার শিশু ইতিমধ্যে প্রান হারিয়েছে। বক্তারা মানুষের তৈরী জীবন ব্যবস্থা প্রত্যাখান করে আল্লার দেয়া জীবন ব্যবস্থা অনুসরণ করবে বলে উল্লেখ করেন। এখানে বক্তব্য রাখেন মাগুরা জেলা সভাপতি বিএমএফ শামীম, কুস্টিযা অঞ্চলের সভাপতি জসিফ উদ্দিন, খুলনা অঞ্চলের সভাপতি শাছুজ্জামান,মিলন, মাগুরা জেলা শাখার সম্পাদক আলী কদর প্রমুখ।