একটি মঞ্চে হাজারো চোখের দৃষ্টি। বিচারক মণ্ডলীর কড়া নজর। আর সেখানেই দাঁড়িয়ে কুড়িগ্রামের পঞ্চম শ্রেণির শিশু—আবদুল্লাহ রাদ বিন রাজু। পরম আত্মবিশ্বাসে সে অভিনয় করে। অভিনয়ের শেষে মঞ্চজুড়ে মুহুর্মুহু করতালি। এক পর্যায়ে ফলাফল ঘোষণা, ২০২৫ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ছেলেদের একক অভিনয় বিভাগে দেশসেরা কুড়িগ্রামের আব্দুল্লাহ রাদ।
এ সাফল্য শুধু একজন শিশুর নয়, এটি কুড়িগ্রাম তথা সারা দেশের গর্বের এক মাইল ফলক।
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রাদ। বাবা রাজু আহম্মেদ এবং মা নূরী আক্তারের প্রথম সন্তান সে। শিক্ষক-অভিভাবকসহ সবার মুখে এখন একটাই নাম আবদুল্লাহ রাদ।
তার বাবা আবেগ জড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে ছোটবেলা থেকেই অভিনয় ভালোবাসে। আজ সে পুরো দেশের সামনে নিজেকে তুলে ধরেছে। বড় হয়ে সে দাদা-দাদির মতো একজন ডাক্তার হতে চায়—মানুষের পাশে দাঁড়াতে চায়। ওর এই অর্জন আমাদের স্বপ্নকে ছুঁয়ে দিয়েছে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরিফা বেগম বলেন, “রাদের সাফল্যে আমরা গর্বিত। সে মেধাবী, শৃঙ্খলাবান ও অত্যন্ত সৃষ্টিশীল। আমরা চাই, ভবিষ্যতেও সে দেশসেরা হয়ে হরিশ্বরের নাম আরও উজ্জ্বল করুক।” কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন বলেন, “জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় আমি আবদুল্লাহ রাদকে অভিনন্দন জানাই। তার মতো শিশুরাই আমাদের ভবিষ্যতের ভিত্তি।”
একজন শিশুর স্বপ্ন, একটি জেলার গর্ব ছোট্ট রাদ আজ প্রমাণ করেছে—স্বপ্ন দেখার বয়স নেই, প্রতিভা কখনও সুযোগের অপেক্ষা করে না। শুধু দরকার সাহস, নিষ্ঠা আর একটু ভালোবাসা।