বগুড়ার নন্দীগ্রামে ট্রাক চাপায় শারফুদ্দিন মাহমুদ খান শরিফুল (৫৩) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছে। রবিবার (১ জুন) রাত পৌনে ৮টার দিকে ওরমপুর-তালোড়া আঞ্চলিক সড়কের নন্দীগ্রাম পৌর এলাকার বেঘড়িয়া স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল উপজেলার ভাটরা ইউনিয়নের বিলশাবেলঘড়িয়া গ্রামে মৃত জসিম উদ্দিন মাষ্টারের ছেলে। তিনি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও নন্দীগ্রাম সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা ও দলিল লেখক শরিফুল প্রতিদিনের ন্যায় অফিসের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পরে য়ায তিনি। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তার মৃত্যতে গভীর শোক প্রকাশ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহাবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী ও নন্দীগ্রাম এমএইচ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শকিল সহ দলীয় নেতাকর্মীরা ।