রামপালে রাস্তার পাশে ফেলে ১৫ বছর বয়সী শিশুকে নির্যাতনের মামলায় গ্রাম পুলিশসহ ৫ জনকে দুই বছর করে কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ০৩ মে বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মোঃ পনির শেখ এই রায় দেন। এসময় আসামিরা উপস্থিত ছিলেন।
দন্ডাদেশ প্রাপ্তরা হলেন.মল্লিকেরবের ইউনিয়নের মল্লিকের গ্রামের ছরোয়ার হাওলাদার ও তার স্ত্রী আকলিমা বেগম, গ্রাম পুলিশ নাসিম শেখ.কেরামত হাওলাদার ও মাহদমামলা সূত্রে জানাযায়, ২০০৩ সালের ২১ জুলাই সকালে মল্লিকেরবের গ্রামের রাস্তা থেকে চুরির অপবাদ দিয়ে ১৫ বছর বয়সী শিশু ইয়াছিন আরাফাতকে ধরে রাস্তার পাশে ফেলে মারধর ও শারীরিক নির্যাতন করেন গ্রাম পুলিশ নাসিমসহ অন্যরা। ওই দিন বিকেলে ইয়াছিন আরাফাতের বাবা ওয়ালিয়ার হাওলাদার গ্রাম পুলিশ নাসিম শেখসহ ৫জনকে আসামি করে রামপাল থানায় মামলা করেন। প্রাথমিক তদন্ততে সত্যতা পেলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। পরে রামপাল থানা থেকে আসামিদের বিরুদ্ধে চার্জশীট দেওয়া হয়। বাদীর জবানবন্ধী, স্বাক্ষীদের স্বাক্ষ্য, চার্জশীট ও নির্যাতনের ভিডিও চিত্র বিবেচনা করে আদালত এই রায় দেন।
বাদী পক্ষের আইনজীবি মোসা. মেহেরুন্নেছা বলেন, ১৫ বছর বয়সী একটি শিশুকে বিনা অপরাধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। আদালত আসামিদের দুই বছর করে কারাদন্ড দিয়েছেন।