সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর পাড়ে গড়ে ওঠা নয়নাভিরাম পর্যটন কেন্দ্র লাভ সিরাজগঞ্জ-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সোমবার বিকেল ৫ টায় হার্ড পয়েন্ট এলাকায় এই পর্যটন স্পটের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার নগর পরিকল্পনাবিদ মোঃ আনিসুর রহমান। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক সজিব সরকার, যুগ্ম আহ্বায়ক মুনতাসীর হাসান মেহেদী প্রমুখ।
অনুষ্ঠানে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পর্যটক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।