যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই খুন হয়েছে। সোমবার বিকেলে চৌগাছার সীমান্তবর্তী গ্রাম শাহাজাদপুরে এই ঘটনা ঘটে। হত্যাকান্ডের পরপরই বড় ভাই পালিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানায় , উক্ত গ্রামের মহিদুল ইসলামের বড় ছেলে সুমন হোসেনের কাছে ছোট ছেলে শিহাব উদ্দিন শিহাব উদ্দিন বাইসাইকেল নেয়ার কথা বলেন। এ নিয়ে দুই ভায়ের মধ্যে দ্বন্দ্ব বাধে। বিকেল তিনটার দিকে একই ঘটনা নিয়ে দুই ভাই আবার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে বড় ভাই সুমন হোসেন ঘর থেকে একটি ছুরি বের করে এনে ছোট ভাই শিহাব উদ্দিনের পিঠের বাম পাশে আঘাত করেন। সাথে সাথে শিহাব মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সজিব হোসেন জানান, ধারণা করা হচ্ছে ছুরির আঘাত তার বুকের গভীরে লেগেছে। ময়না তদন্ত রিপোর্টে বিস্তারিত জানা যাবে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।