যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ১কেজি ৩শ’ ৯৭ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ লিটন রায় (৫০) নামের এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।
২মে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। বিজিবি জানায়, লিটন রায়ের জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণের বারগুলো।
আটক লিটনের বাড়ি ঢাকার শাখারী বাজার এলাকায়। বারগুলো ঢাকার শাখারী বাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে ঝিনাইদহের পথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন।
বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।