নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ব্রডগেজ রেলপথের দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে সাতক্ষীরার সর্বস্তরের জনসাধারণ। আজ মঙ্গলবার ৩ জুন বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে সাতক্ষীরা জেলার সর্বস্তরের জনগণ। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।ডুয়েট এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মোঃ ওসমান আলী সভাপতিত্বে এবং রেল আন্দোলন সাতক্ষীরা সংগঠক নাহিদ হাসানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান , জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক পৌর মেয়র তাশকিন আহম্মেদ চিশতি, শহর জামায়াতের নায়েবে আমীর সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলু,শহর সেক্রেটারি মো. খোরশেদ আলম, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাতক্ষীরা জেলার সহ- সভাপতি সাংবাদিক আবু সাইদ বিশ্বাস, পাবলিক লাইব্রেরি সেক্রেটারি কামরুজ্জামান রাসেল, জাগপা কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান ফারুকী, রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মো. আব্দুর রহিম, অন্যতম আহ্বায়ক সাদিকুর রহমান, নাজমুল হোসেন রনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শারাফাত হোসেন, সংগঠক আল ইমরান ইমু, মো. নুরুন্নবী, আব্দুল্লাহ আল মাসুদ, মুজাহিদ বিন ফিরোজ, নাঈম হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা। অথচ দেশের অনেক কম গুরুত্বপূর্ণ স্থানেও রেলপথ থাকলেও, আজও সাতক্ষীরা রেল যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত।