নীলফামারীর সৈয়দপুরে ৮৮৫ পিস ইয়াবা-টাপেন্টার উদ্ধার সহ মোছা. রিনা (৩৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ পুলপাড়ায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই নারীকে আটক করা হয়। রিনা ওই এলাকার কথিত সাংবাদিক মোকছেদুল ইসলাম পারভেজের স্ত্রী। তারা উভয়ই চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানা যায়।
সেনাবাহিনীর নীলফামারী ক্যাম্পের মেজর সালমানের নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রহিমসহ সঙ্গীয় সৈনিকের একটা দল ওই অভিযান চালায়। এসময় কথিত সাংবাদিক মোকছেদুল ইসলাম পারভেজের শোয়ার ঘরের একটা ট্রাঙ্কে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ পিস ইয়াবা ও ৮৮০ পিস টাপেন্টার ট্যাবলেট পাওয়া যায়।
অভিযানকালে মাদকের সাথে মাদক বিক্রির নগদ ৮ হাজার ৯শ’ টাকাও জব্দ করা হয়েছে। বাড়িতে মাদক রেখে বিক্রির দায়ে পারভেজের স্ত্রী মোছা. রিনাকে আটক করে সৈয়দপুর থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। পুলিশের জিজ্ঞাসাবাদে রিনা বলেছে, আমি মাদক বিক্রেতা নই। বরং আমার স্বামী পারভেজ বিয়ের আগে থেকেই মাদকসেবন ও বিক্রির সাথে জড়িত। তিনিই জব্দকৃত মাদকগুলো বাড়িতে এনে রেখেছিল।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে আটককৃত মাদক বিক্রেতা রিনাকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং নীলফামারীর জেলা হাজতে পাঠানো হয়েছে। আটককৃত নারীর স্বামী পারভেজকেও আটক করা হবে। সেনাবাহিনীর অভিযানে সহযোগিতা করেন সৈয়দপুর থানার এস আই আকমল হোসেন।