মাগুরার পারনান্দুয়ালী নবগঙ্গা নদীর পাড়ে সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত ডাঃ লুৎফর রহমান ডায়াবেটিস হাসপাতাল ও মাগুরা ডাইবেটিস সমিতির, চিকিৎসা সেবাকে আরো এক ধাপ এগিয়ে নেয়ার জন্য, হাসপাতালের অসমাপ্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে এক সময়ের মাগুরার গণমানুষের নেতা সাবেক মন্ত্রী মেজর জেনারেল এম মজিদুল হকের নামে তার সুযোগ্য কন্যা ডাঃ সিমিন এ মজিদ অঞ্জু ১০ লাখ টাকার অনুদান প্রদান করেন।
চেক প্রদানের সময় ডাঃ সিমিন এ মজিদ অঞ্জু বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, বলেন আপনারা সবাই আমার বাবাকে চেনেন এবং জানেন। মাগুরাকে নিয়ে আমার বাবার আরো অনেক স্বপ্ন ছিল, তার অনেক কিছুই হয়তো আমরা জানিনা বা লেখা নেই, তারপরও আমি তার সন্তান আমি চেষ্টা করব আমার বাবার সেই অসমাপ্ত স্বপ্নকে পূরণ করার জন্য।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ অহিদুল ইসলাম, জেলা প্রশাসক, মাগুরা। তিনি বলেন ডাক্তার লুৎফর রহমান ডায়াবেটিস হাসপাতাল পরিপূর্ণভাবে চালু করতে হলে আমাদের বেশ কিছু অর্থের প্রয়োজন। আপনারা জানেন ডাঃ সিমিন এ মজিদ অঞ্জু তার বাবার নামে ১০ লাখ টাকা দিয়ে সহযোগিতা করেছেন।
এখানে সুন্দর একটি অপারেশন থিয়েটারসহ ২৫ শয্যা হাসপাতালের সুব্যবস্থা আছে , সুন্দর মনোরম পরিবেশে ক্যাবিনের ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন বিষয়ের ডাক্তার দিয়ে আমরা যদি রোগী দেখার ব্যবস্থা করি তাহলে কিন্তু ডাক্তার লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতাল হবে মাগুরা শহরের সবথেকে ভালো একটা হাসপাতাল। আর এ কারণেই আপনাদের সহযোগিতা আমরা কামনা করি।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের অন্যান্য ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার মেহেদী হাসান ডাক্তার দেবাশীষ বিশ্বাস ডাক্তার আরিফুজ্জামান সহ আরো অন্যান্য ডাক্তারবৃন্দরা।
এ সময় মাগুরা সিভিল সার্জন ডাঃ শামীম কবির বলেন, মাগুরা শহরের বিভিন্ন অলিগলিতে ছোট ছোট ক্লিনিক খুলে মানুষ ব্যবসা করে যাচ্ছে অথচ মাগুরা ডাক্তার লুৎফর রহমান ডায়াবেটিস হাসপাতাল একটি অত্যাধুনিক হাসপাতাল, এখানে সামান্য পরিমাণ সহযোগিতা করলে এই হাসপাতালটি হতে পারে মাগুরা শহরের সবথেকে পরিচ্ছন্ন পরিষ্কার এবং অত্যাধুনিক হাসপাতাল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুন্সি আলী তারেক, সাধারণ সম্পাদক, মাগুরা ডাক্তার লুৎফর রহমান ডায়াবেটিস হাসপাতাল।
আক্তার হোসেন, যুগ্ম আহবায়ক, আহবায়ক কমিটি, জেলা বিএনপি, মাগুরা।
আহসান হাবিব কিশোর, যুগ্ম আহবায়ক, আহ্বায়ক কমিটি, জেলা বিএনপি মাগুরা
আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক, ডায়াবেটিস হাসপাতাল, মাগুরা। শরীফ মিজানুর রহমান, কার্যকরী কমিটির সদস্য ডায়াবেটিস হাসপাতাল, মাগুরা ।
অধ্যাপক ডাঃ মোঃ আলিমুজ্জামান, সভাপতি, বিএমএ, মাগুরা শাখা, মাগুরা। এ্যাড. আহমদ হোসেন সেক্রেটারি, চক্ষু ও শিশু হাসপাতাল, মাগুরা।