ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মাহেন্দ্র ও মিজান পরিবহন নামের বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে আজ বুধবার ০৪জুন সকাল সাড়ে ৭টার দিকে চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়. আজ সকাল সোয়া ৬টার দিকে একটি মাহিন্দ্রা এবং একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন জানান, মাদারীপুরের দিক থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি মাহেন্দ্রের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনাস্থলে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
এদিকে, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। তবে হতাহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ প্রসঙ্গে এসআই মো. মামুন হোসেন বলেন, নিহতরা সবাই মাহেন্দ্রের যাত্রী ছিলেন। উল্লেখ্য, দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।