নীলফামারীর সৈয়দপুরে নছিমনের ধাক্কায় এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ৩ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাজীর মোড় এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত্যু মাসুদ রানা (১৮) কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বরুয়া বেলতলী মাস্টার পাড়ার রাজু ইসলামের পুত্র ।
স্থানীয়রা জানান,দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে সৈয়দপুরে আসছিলেন গরু কেনার জন্য। কাজীর মোড় এলাকা থেকে গরু নিয়ে যাওয়ার পথে নছিমনের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মাসুদ রানার মৃত্যু হয় । তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অপর জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নছিমনের ধাক্কায় মাসুদ রানার মৃত্যু হয়েছে । নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাইনি এবং নছিমন চালক কেও পাওয়া যায় নি। তবে নসিমন চালককে আটকের চেষ্টা চলছে।