Dhaka ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ১০ দিন বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সাভাবিক নিয়মে চলবে।

বুধবার (৪ জুন) সকালে বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবীর তরফদার জানান, বৃহস্পতিবার (৫ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি চলবে। এই সময় বেনাপোল বন্দরে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে, পাসপোর্ট যাত্রী যাতায়াত আগের মতোই স্বাভাবিক থাকবে।

তিনি আরও বলেন, ছুটির মধ্যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বেনাপোল পোর্ট থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। ঈদের ছুটি শেষে আগামী ১৫ জুন (রবিবার) সকালে বন্দরের সব ধরনের কার্যক্রম পুনরায় চালু হবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা বলেন, ঈদের ছুটিতে বন্দর, কাস্টমস এবং ব্যবসায়ীদের অধিকাংশই নিজ নিজ বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন। ফলে ব্যবসা-বাণিজ্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। আমদানিকারকরাও এই সময় পণ্য খালাস গ্রহণ করবেন না।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ বলেন, “যদিও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে, পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। প্রতিবছর ঈদের ছুটিতে যাত্রীদের ভিড় বেশি হলেও এবার চাপ নেই।”

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঈদের ছুটি শেষে ১৫ জুন সকাল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়ে উঠবে এবং আমদানি-রপ্তানি ও পণ্য খালাস পুরোদমে শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

Update Time : ০৭:১৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ১০ দিন বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সাভাবিক নিয়মে চলবে।

বুধবার (৪ জুন) সকালে বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবীর তরফদার জানান, বৃহস্পতিবার (৫ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি চলবে। এই সময় বেনাপোল বন্দরে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে, পাসপোর্ট যাত্রী যাতায়াত আগের মতোই স্বাভাবিক থাকবে।

তিনি আরও বলেন, ছুটির মধ্যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বেনাপোল পোর্ট থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। ঈদের ছুটি শেষে আগামী ১৫ জুন (রবিবার) সকালে বন্দরের সব ধরনের কার্যক্রম পুনরায় চালু হবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা বলেন, ঈদের ছুটিতে বন্দর, কাস্টমস এবং ব্যবসায়ীদের অধিকাংশই নিজ নিজ বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন। ফলে ব্যবসা-বাণিজ্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। আমদানিকারকরাও এই সময় পণ্য খালাস গ্রহণ করবেন না।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ বলেন, “যদিও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে, পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। প্রতিবছর ঈদের ছুটিতে যাত্রীদের ভিড় বেশি হলেও এবার চাপ নেই।”

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঈদের ছুটি শেষে ১৫ জুন সকাল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়ে উঠবে এবং আমদানি-রপ্তানি ও পণ্য খালাস পুরোদমে শুরু হবে।