Dhaka ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কালিয়াকৈরে চলন্ত পিকআপে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেও আতষ্ক, মহাসড়কে যানজট

গাজীপুরের কালিয়াকৈরে বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হঠাৎ করেই যাত্রী বহনকারী একটি চলন্ত পিকআপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর যাত্রীরা নিরাপদে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিলেও মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিকসহ ঘরমুখো মানুষ।

এলাকাবাসী, যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই পিকআপটি কয়েকজন যাত্রীসহ রংপুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে পিকআপটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় বুধবার বিকেল সোয়া ৪টার দিকে চলন্ত অবস্থায় হঠাৎ আগুন জ্বলে উঠে। দ্রুত নিরাপদে গিয়ে অল্পের জন্য রক্ষা পান ওই পিকআপের কয়েকজন যাত্রী ও চালক-সহযোগী।

কিন্তু মুহূর্তের মধ্যে আগুন পুরো পিকআপে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন মহাসড়কে চলাচলকারীসহ আশপাশের মানুষ। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ওই পিকআপটি পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বা যান্ত্রিক ত্রুটির কারণে পিকআপটিতে আগুন ধরতে পারে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে মহাসড়কের মাঝখানে চলন্ত ওই পিকআপে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও ঘরমুখো মানুষ। খবর পেয়ে পুলিশ বিকেল পৌনে ৫টার দিকে রেকার দিয়ে আগুনে পোড়া পিকআপটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।

এব্যাপারে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত আলম বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের পর দ্রুত যাত্রী, চালক ও তার সহযোগী তাড়াতাড়ি নেমে গেলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নেভানোর পর পিকআপটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার অথবা যান্ত্রিক ত্রুটির কারণে ওই পিকআপে আগুন লেগেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

খুলনায় জলবায়ু ঝুঁকিকে মাথায় রেখে নগর ব্যবস্থাপনা সাজানো হবে:পরিকল্পনায় বুয়েট

কালিয়াকৈরে চলন্ত পিকআপে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেও আতষ্ক, মহাসড়কে যানজট

Update Time : ০৭:২৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হঠাৎ করেই যাত্রী বহনকারী একটি চলন্ত পিকআপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর যাত্রীরা নিরাপদে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিলেও মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিকসহ ঘরমুখো মানুষ।

এলাকাবাসী, যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই পিকআপটি কয়েকজন যাত্রীসহ রংপুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে পিকআপটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় বুধবার বিকেল সোয়া ৪টার দিকে চলন্ত অবস্থায় হঠাৎ আগুন জ্বলে উঠে। দ্রুত নিরাপদে গিয়ে অল্পের জন্য রক্ষা পান ওই পিকআপের কয়েকজন যাত্রী ও চালক-সহযোগী।

কিন্তু মুহূর্তের মধ্যে আগুন পুরো পিকআপে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন মহাসড়কে চলাচলকারীসহ আশপাশের মানুষ। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ওই পিকআপটি পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বা যান্ত্রিক ত্রুটির কারণে পিকআপটিতে আগুন ধরতে পারে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে মহাসড়কের মাঝখানে চলন্ত ওই পিকআপে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও ঘরমুখো মানুষ। খবর পেয়ে পুলিশ বিকেল পৌনে ৫টার দিকে রেকার দিয়ে আগুনে পোড়া পিকআপটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।

এব্যাপারে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত আলম বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের পর দ্রুত যাত্রী, চালক ও তার সহযোগী তাড়াতাড়ি নেমে গেলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নেভানোর পর পিকআপটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার অথবা যান্ত্রিক ত্রুটির কারণে ওই পিকআপে আগুন লেগেছে।