Dhaka ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা নগরীর বিশ্বরোডে আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের প্রস্ততিকালে ১৩ জন আটক

খুলনা নগরীর লবনচরা থানাধীন সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে আওয়ামী লীগের ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করার সময় ১৩ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার ০৪ জুন দুপুর দেড় টায় লবনচরা পুলিশের টহল টিম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের লবনচরা থানা নিয়ে আসে। আটককৃতদের মধ্যে বেশিরভাগই কিশোর। তারা হলেন।
জিরো পয়েন্টের কাছে ১। সিয়াম শেখ (১৭) পিতা-পলাশ শেখ.মাতা-সাবিনা ইয়াসমিন. সাং-মাগুর ঘোনা. থানা-ডুমুরিয়া.জেলা-খুলনা
২। তাফসিরুল ইসলাম (১৮) পিতা-রেজোয়ান হোসেন. মাতা-রেশমা খাতুন. সাং-চুকনগর.থানা-ডুমুরিয়া. জেলা-খুলনা।
৩। ফয়সাল সরদার (১৮) পিতা-আসাদুজ্জামান সরদার. মাতা-সেলিমা আক্তার. সাং-চুকনগর. থানা-ডুমুরিয়া. জেলা-খুলনা।
৪। জাকারিয়া শেখ (১৭) পিতা-ফারুক শেখ.মাতা-মাসুমা বেগম. সাং-এলাহপুর, থানা-রূপসা, জেলা-খুলনা।
৫।শাহাদ সরদার (১৮) পিতা-দিদারুল ইসলাম.মাতা-হীরা সুলতানা. সাং- সাং-চুকনগর.থানা-ডুমুরিয়া.জেলা-খুলনা।
৬। শুভ কুন্ডু (১৭) পিতা-সনজয় কুন্ডু.মাতা-মিতা কুন্ডু. সাং-মালতিয়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।
৭। মোঃ নাহিদ ইসলাম (১৮), পিতা-মোঃ সাত্তার মোল্লা, মাতা-রোজিনা বেগম.সাং-রোস্তমপুর মোড়.থানা-ডুমুরিয়া. জেলা-খুলনা।
৮।মোঃ লিমন হোসেন (১৮) পিতা-আকমল হোসেন. মাতা-লাভলী বেগম.সাং-এন-১৪ বঙ্গবাসি. থানা-খালিশপুর.জেলা-খুলনা।
৯।মোঃ ইসমাইল হোসেন (১৭) পিতা-জয়নাল মোড়ল. মাতা-মৃত আসমা বেগম.সাং-রোস্তমপুর মোড়. থানা-ডুমুরিয়া.জেলা-খুলনা।
১০। হৃদয় কুন্ডু (১৮) পিতা-চন্ডি কুন্ডু.মাতা-সোম্পা রানী কুন্ডু.সাং-মালতিয়া.থানা-ডুমুরিয়া.জেলা-খুলনা।
১১। অয়ন (১৬) পিতা-মোঃ শাহিন.মাতা-লিপিয়া বেগম. সাং- চুকনগর.থানা-ডুমুরিয়া.জেলা-খুলনা।
১২। মোঃ রাকিবুল ইসলাম (১৬) পিতা-মোঃ মফিজুর রহমান.মাতা-সালমা বেগম. সাং-
কনিয়া পাঁচ পোয়া.থানা ডুমুরিয়া. জেলা-খুলনা।
হাসপাতালে প্রিজন সেলে ভর্তি আছে
১৩। কয়রা আমাদি ইউনিয়নের ছাত্রলীগের আহ্বায়ক শেখ মোহাম্মদ আবু তালহা সবুজ (২৯) পিতা: শেখ আবদুর সবুর. গ্রাম: আমাদি থানা কয়রা জেলা খুলনা।
অজ্ঞাত আরো অনেকের নামে মামলার প্রস্তুতি চলছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কুড়িগ্রামের রৌমারী দুর্ধর্ষ ডাকাতি, পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ লক্ষাধিক টাকার মালামাল লুট

খুলনা নগরীর বিশ্বরোডে আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের প্রস্ততিকালে ১৩ জন আটক

Update Time : ০৭:১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
খুলনা নগরীর লবনচরা থানাধীন সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে আওয়ামী লীগের ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করার সময় ১৩ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার ০৪ জুন দুপুর দেড় টায় লবনচরা পুলিশের টহল টিম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের লবনচরা থানা নিয়ে আসে। আটককৃতদের মধ্যে বেশিরভাগই কিশোর। তারা হলেন।
জিরো পয়েন্টের কাছে ১। সিয়াম শেখ (১৭) পিতা-পলাশ শেখ.মাতা-সাবিনা ইয়াসমিন. সাং-মাগুর ঘোনা. থানা-ডুমুরিয়া.জেলা-খুলনা
২। তাফসিরুল ইসলাম (১৮) পিতা-রেজোয়ান হোসেন. মাতা-রেশমা খাতুন. সাং-চুকনগর.থানা-ডুমুরিয়া. জেলা-খুলনা।
৩। ফয়সাল সরদার (১৮) পিতা-আসাদুজ্জামান সরদার. মাতা-সেলিমা আক্তার. সাং-চুকনগর. থানা-ডুমুরিয়া. জেলা-খুলনা।
৪। জাকারিয়া শেখ (১৭) পিতা-ফারুক শেখ.মাতা-মাসুমা বেগম. সাং-এলাহপুর, থানা-রূপসা, জেলা-খুলনা।
৫।শাহাদ সরদার (১৮) পিতা-দিদারুল ইসলাম.মাতা-হীরা সুলতানা. সাং- সাং-চুকনগর.থানা-ডুমুরিয়া.জেলা-খুলনা।
৬। শুভ কুন্ডু (১৭) পিতা-সনজয় কুন্ডু.মাতা-মিতা কুন্ডু. সাং-মালতিয়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।
৭। মোঃ নাহিদ ইসলাম (১৮), পিতা-মোঃ সাত্তার মোল্লা, মাতা-রোজিনা বেগম.সাং-রোস্তমপুর মোড়.থানা-ডুমুরিয়া. জেলা-খুলনা।
৮।মোঃ লিমন হোসেন (১৮) পিতা-আকমল হোসেন. মাতা-লাভলী বেগম.সাং-এন-১৪ বঙ্গবাসি. থানা-খালিশপুর.জেলা-খুলনা।
৯।মোঃ ইসমাইল হোসেন (১৭) পিতা-জয়নাল মোড়ল. মাতা-মৃত আসমা বেগম.সাং-রোস্তমপুর মোড়. থানা-ডুমুরিয়া.জেলা-খুলনা।
১০। হৃদয় কুন্ডু (১৮) পিতা-চন্ডি কুন্ডু.মাতা-সোম্পা রানী কুন্ডু.সাং-মালতিয়া.থানা-ডুমুরিয়া.জেলা-খুলনা।
১১। অয়ন (১৬) পিতা-মোঃ শাহিন.মাতা-লিপিয়া বেগম. সাং- চুকনগর.থানা-ডুমুরিয়া.জেলা-খুলনা।
১২। মোঃ রাকিবুল ইসলাম (১৬) পিতা-মোঃ মফিজুর রহমান.মাতা-সালমা বেগম. সাং-
কনিয়া পাঁচ পোয়া.থানা ডুমুরিয়া. জেলা-খুলনা।
হাসপাতালে প্রিজন সেলে ভর্তি আছে
১৩। কয়রা আমাদি ইউনিয়নের ছাত্রলীগের আহ্বায়ক শেখ মোহাম্মদ আবু তালহা সবুজ (২৯) পিতা: শেখ আবদুর সবুর. গ্রাম: আমাদি থানা কয়রা জেলা খুলনা।
অজ্ঞাত আরো অনেকের নামে মামলার প্রস্তুতি চলছে।