বগুড়ার নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত বিএনপি নেতা ও দলিল লেখক শারফুদ্দিন মাহমুদ খান শরিফুলের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন) বাদ যোহর উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস মসজিদে দলিল লেখক সমিতির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেন নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি আখতারুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রউফ রুবেল, দলিল লেখক আব্দুল গফুর সরদার, আব্দুল গফুর খন্দকার, আবু তালেব, আব্দুস সোবাহান ও একাব্বর হোসেন পুটু সহ মরহুমের সহকর্মী দলিল লেখক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ঈমান মাওলানা সাইদুল ইসলাম।
উল্লেখ্য গত ১জুন দলিল লেখক শরিফুল অফিসের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পরে য়ায। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।