মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য বিলুপ্ত জেলা কমিটির যুগ্ম সম্পাদক ফায়িম মোন্তাসির শান্ত এ-র মরদেহ মাগুরা জেলা বিএনপির ইসলামপুর পাড়া কার্যালযে আনা হলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল৷
স্বেচ্ছাসেবকদলসহ অন্যান্য অংগ সংগঠনের নেতা কর্মীরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় জেলা বিএনপির, যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা কৃষক দলের সভাপতি রূবাযেত হোসেন খান, বিএনপি নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষার, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, সহসভাপতি আমিরুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সদস্য্য সচিব আব্দুর রহিমসহ নেতা কর্মীরা শান্তর মৃত্যুতে দল একজন নির্ভিক নিবেদিত কর্মীকে হারালো বলে উল্লেখ করেন।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর তার বক্তব্যে বলেন, দলের দুঃসময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে শান্ত যে ভুমিকা রেখেছে মাগুরা বিএনপি তার চারদিন মনে রাখবে। জেল জুলুম ঘাড়ে নিয়ে সকল সংগ্রামে তার ভুমিকা অন্যান্য নেতা কর্মীদের অনুপ্রানিত করবে। পরে মাগুরা সরকারি কলেজ মাঠে জানাজা শেষে তার গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার বারাশিয়া পারিবারিক কবরস্থানে বুধবার বিকলে দাফন করা হয়। সে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যায়।