ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ছে যমুনা সেতুর সংযোগ মহাসড়কে। ঈদুল আজহার ছুটি শুরুর পর থেকে রাজধানী থেকে বাড়ির পথে ছুটেছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। ফলে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সৃষ্টি হয়েছে যানবাহনের তীব্র চাপ।
বৃহস্পতিবা ভোর থেকেই যমুনা সেতু থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত যানবাহনের তীব্র চাপ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বাড়তে থাকে।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছে ৫১ হাজার ৮৪৯টি। যা স্বাভাবিকের থেকে তিনগুণ। সেতু দিয়ে ব্যক্তিগত গাড়ি, বাস মটরসাইকেলে করে বাড়ি ফিরছে মানুষ পাশাপাশি ট্রাকের ছাদে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছে অনেকে।
তবে এখন পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের উত্তরবঙ্গমূখী লেনে কোনো যানজটের সৃষ্টি হয়নি। মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় সেতুর ঢাকাগামী লেন বন্ধ রেখে দুই লেনে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করানো হচ্ছে। এতে ঢাকাগামী লেনে সেতু থেকে সয়দাবাদ পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখছে মহাসড়ক জুড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।