Dhaka ০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হিলি সীমান্তে ফেনসিডিল ও নেশাজাতীয় এ্যম্পোলসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ফেনসিডিল,নেশাজাতীয় এম্পোল ও ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। আজ ভোররাত সাড়ে ৪টার দিকে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার এর ৭নং সাব পিলার সংলগ্ন স্টেশনের পার্শ্বের এলাকা থেকে মাদকদ্রব্যগুলি উদ্ধার করে বিজিবি। তবে এর সাথে জড়িত কাওকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির হিলি সিপি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক বলেন,ভারত থেকে মাদকের একটি চালান নিয়ে চোরাকারবারী দল দেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদ পায়। সেই খবরে আমিসহ বিজিবির একটি টহল দল সীমান্তের ওই এলাকায় অবস্থান নেয়। ভোররাত সাড়ে ৪টার দিকে ভারত থেকে এক চোরাকারবারী একটি বস্তা নিয়ে দেশে প্রবেশ করার চেষ্টা করে। এসময় বিজিবির কাছাকাছি চলে আসলে আমাদের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পুনরায় ভারতে পালিয়ে যায় ওই চোরাকারবারী।পরিত্যাক্ত অবস্থায় বস্তাটি উদ্ধার করে তার ভেতর হতে ফেনসিডিল ৬৫ বোতল,নেশাজাতীয় এম্পোল ৯৮৫পিস, ট্যাপেন্ডাডল ট্যাবলেট ৮হাজার পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলির সিজার মুল্য ১৩লাখ ৭৬হাজার ৫৬০টাকা।

সিংক:অসীম কুমার মারাক,সুবেদার,হিলি সিপি বিওপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

খুলনায় জলবায়ু ঝুঁকিকে মাথায় রেখে নগর ব্যবস্থাপনা সাজানো হবে:পরিকল্পনায় বুয়েট

হিলি সীমান্তে ফেনসিডিল ও নেশাজাতীয় এ্যম্পোলসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি

Update Time : ০৮:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ফেনসিডিল,নেশাজাতীয় এম্পোল ও ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। আজ ভোররাত সাড়ে ৪টার দিকে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার এর ৭নং সাব পিলার সংলগ্ন স্টেশনের পার্শ্বের এলাকা থেকে মাদকদ্রব্যগুলি উদ্ধার করে বিজিবি। তবে এর সাথে জড়িত কাওকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির হিলি সিপি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক বলেন,ভারত থেকে মাদকের একটি চালান নিয়ে চোরাকারবারী দল দেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদ পায়। সেই খবরে আমিসহ বিজিবির একটি টহল দল সীমান্তের ওই এলাকায় অবস্থান নেয়। ভোররাত সাড়ে ৪টার দিকে ভারত থেকে এক চোরাকারবারী একটি বস্তা নিয়ে দেশে প্রবেশ করার চেষ্টা করে। এসময় বিজিবির কাছাকাছি চলে আসলে আমাদের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পুনরায় ভারতে পালিয়ে যায় ওই চোরাকারবারী।পরিত্যাক্ত অবস্থায় বস্তাটি উদ্ধার করে তার ভেতর হতে ফেনসিডিল ৬৫ বোতল,নেশাজাতীয় এম্পোল ৯৮৫পিস, ট্যাপেন্ডাডল ট্যাবলেট ৮হাজার পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলির সিজার মুল্য ১৩লাখ ৭৬হাজার ৫৬০টাকা।

সিংক:অসীম কুমার মারাক,সুবেদার,হিলি সিপি বিওপি।