গাজীপুরের কালিয়াকৈরে ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের মাঝে তিনদিন ব্যাপী বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও তথ্য, পানি সরবরাহসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। কালিয়াকৈর উপজেলা রেডক্রিসেন্ট দলের মাধ্যমে ঈদের আগের দিন পর্যন্ত এ মানবতার সেবা প্রদান করা হবে।
উপজেলা প্রশাসন ও রেডক্রিসেন্ট দল সূত্রে জানা গেছে, আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ীর টানে বাড়ি ছুটছে মানুষ। উত্তরবঙ্গের প্রায় ২১টি জেলার মানুষ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় হয়ে যাতায়াত করেন। সে কারণে সবচেয়ে বেশি ঘরমুখো মানুষের ভীড় হয়ে থাকে মহাসড়কের ওই চন্দ্রা ত্রিমোড় এলাকায়। তাদের ঈদযাত্রা নির্বিঘœ করতে কালিয়াকৈর উপজেলা রেডক্রিসেন্ট দল তিনদিন ব্যাপী বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও তথ্য সেবা ক্যাম্প চালু করেন। গত বুধবার চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ। সার্বিক তত্বাবধানে ছিলেন মাহিন, সায়েমসহ রেডক্রিসেন্ট দলের সদস্যরা। এ ক্যাম্পের মাধ্যমে পথিমধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়া ঘরমুখো মানুষের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও গাজীপুর জেলা রেডক্রিসেন্ট দলের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ছাড়াও পানি পান, গাড়ির টিকিট পেতে কাউন্টারের ঠিকানাসহ সকল প্রকার তথ্য সেবা দিয়ে যাচ্ছেন রেডক্রিসেন্ট দলের সদস্যরা। ফলে নিরাপদ ও স্বস্তিতে বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ। ঈদের আগের দিন পর্যন্ত তাদের এ মানবেতর সেবার কার্যক্রম চলমান থাকবে।
এব্যাপারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ জানান, ঈদ উপলক্ষ্যে নিরাপদ ও স্বস্তিতে ঘরমুখো মানুষ যাতে ফিরতে পারেন, সেজন্য রেডক্রিসেন্ট দল নিরলস পরিশ্রম করে ঘরমুখো মানুষের প্রাথমিক চিকিৎসা ও তথ্য সেবাসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। তবে তাদের এ কার্যক্রম ঈদের আগের দিন পর্যন্ত চলমান থাকবে।