চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন শিয়ালমারি পশু হাট আজ বৃহস্পতিবার ০৫ জুন সকাল ১১টায় সরেজমিনে পরিদর্শন করেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক. চুয়াডাঙ্গা এবং জনাব খন্দকার গোলাম মওলা. বিপিএম-সেবা.পুলিশ সুপার. চুয়াডাঙ্গা।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরু-ছাগলসহ বিভিন্ন কোরবানির পশুর ক্রয়-বিক্রয় চলমান থাকা অবস্থায় হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা.স্বাস্থ্যবিধি.মূল্য নিয়ন্ত্রণ.ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসাধারণের সেবা নিশ্চিতকরণে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার হাট ইজারাদার, বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি হাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আল- আমীন, উপজেলা নির্বাহী অফিসার, জীবননগর, চুয়াডাঙ্গা; জনাব মামুন হোসেন বিশ্বাস, অফিসার ইনচার্জ, জীবননগর থানা, চুয়াডাঙ্গা সহ অন্যান্য প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাবৃন্দ।