বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তন্ময় চন্দ্র (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত তন্ময় বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সে ধুন্দার গ্রামের হিন্দুপাড়ার সাধন চন্দ্রের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির সাবমারসিবল পাম্প চালু করার জন্য বৈদ্যুতিক সুইচ অন করতে যান তন্ময়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন সে। পরে পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তন্ময়ের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সে অত্যন্ত ভদ্র ও শিক্ষানুরাগী ছেলে ছিল।