বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্রাকচালকদের জরিমানা করা হয়েছে। মহাসড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং করার দায়ে এই জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার সেলিনা ফিলিং স্টেশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এসময় ঝিনাইদ সদরের – ট্রাকচালক শাহজাহান হোসেন, রনি হোসেন ও সাতক্ষীরা সদরের- জাহিদুল ইসলামকে মহাসড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং করার দায়ে সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম থানার উপপরির্দশক (এসআই) রিয়াজুল। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, সড়ক দখল, যানজট ও দুর্ঘটনা রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।