নওগাঁর পোরশায় পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করে পরিবেশ বান্ধব পুনঃব্যবহার যোগ্য ব্যাগ ব্যবহার বৃদ্ধিতে সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা সিসিডিবি’র পিসিআরসিবি-২ প্রকল্পের আয়োজনে র্যালি গতকাল উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদ হতে দানিপুকুর, ছাওড় ও বন্ধুপাড়া হয়ে পুনরায় ছাওড় ইউনিয়ন পরিষদে এসে শেষ করা হয় ।
র্যালি শেষে সিসিডিবি’র পিসিআরসিবি-২ প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর স্টিভ রায় রূপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাওড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান।
পরে সংস্থার পক্ষ হতে সেখানে উপস্থিত ১২০জনের মাঝে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়। উক্ত কর্মশালায় বরেন্দ্র ও ছাওড় সিসিআরসির ৬টি গ্রামের ডিআরআর ভলেন্টিয়ার সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় প্রকল্পের সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।