খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার বয়রা পুলিশ লাইন্স মাঠে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করেছেন।
আজ শনিবার সকাল ৭ ঘটিকায় অনুষ্ঠিত পবিত্র ঈদের জামাতে অংশ নেন পুলিশ কমিশনার। কেএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের পুলিশ সদস্য ও সিভিল স্টাফ ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
ঈদের জামাত থেকে দেশ. জাতি ও সমগ্র মুসলিম উম্মার কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের নামাজ শেষে পুলিশ কমিশনার সর্বস্তরের পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। অতঃপর পুলিশ লাইন্স মেস পরিদর্শন করেন এবং ফোর্সের খাবারের খোঁজ-খবর নেন। নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে জনগণের নির্বিঘ্ন ঈদ আনন্দ নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদেরকে ঈদের শুভেচ্ছা জানান।