খুলনা নগরীর রূপসা খেয়াঘাটে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবন জীবিকার তাগিদে এ ঘাট পারাপার হন। বহুদিন থেকেই ঘাটটিতে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের নানা অভিযোগ রয়েছে। তবে নৌবাহিনী গত শনিবার দুপুরে পড়ে অভিযান শেষ হওয়ার পর কয়েকঘন্টা স্বাভাবিক থাকলেও আবারও বেপরোয়া হয়ে গেছেন সেখানকার টোল আদায়ের সাথে যুক্ত সিন্ডিকেট।
যাত্রীদের কাছ থেকে আগের মতোই আদায় করছেন অতিরিক্ত টোল। তাদের চাহিদা মতো টোল দিতে অনিহা প্রকাশ করলে খারাপ আচরণ চলে মারাত্মকভাব। এমনই অভিযোগ করছেন খেয়াঘাট থেকে পাড়া পার হওয়া সাধারণ মানুষ। বৃহৎ এ জনগোষ্ঠী এ দুর্বৃত্তায়নের হাত থেকে স্থায়ী মুক্তির দাবি জানিয়েছে।