বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই’ গ্রুপের সং-ঘর্ষে একজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছে নারীসহ কমপক্ষে ৫০ জন। গতকাল শনিবার ০৭জুন সন্ধ্যায় উপজেলার সিংগাতি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাহাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমান চৌধুরী (৩০) নামে এক যুবককে মৃত ঘোষণা করে।
নিহত আজিজুর রহমান চৌধুরী শিংগাতি গ্রামের মোশারফ হোসেন চৌধুরীর ছেলে। তবে মোল্লাহাট থানা পুলিশ এ ব্যাপারে কিছু জানাতে পারেনি।
আহতরা জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মোল্লারহাট উপজেলার সিংগাতি গ্রামের এরশাদ চৌধুরীর সাথে মাসুদ চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার সন্ধ্যায় দুইপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে এরশাদ চৌধুরীর সমর্থক আজিজুর রহমান চৌধুরী (৩০) নিহত হন।
এ সময় নারীসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়। মারাত্মক ৩০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।