কুড়িগ্রামের উলিপুরে ঈদের দ্বিতীয় দিনে ১ হাজার ২ শত ২৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ২ কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
গত রোববার উপজেলার হাতিয়া, বুড়াবুড়ী, ধরণীবাড়ী, পান্ডুল এবং দুর্গাপুর ইউনিয়নে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে এ মাংস বিতরণ করা হয়। মাংস বিতরণের সময় উপস্থিত ছিলেন, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম, সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মোঃ আব্দুস সালাম এবং মোঃ শামীম আহম্মেদসহ সংস্থাটির আরও অনেকে উপস্থিত ছিলেন।
সংস্থার প্রজেক্ট ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম বলেন, গত বছরেও দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছিলো। এ বছর সংস্থার পক্ষ থেকে মোট ৩৫ টি গরু কোরবানি দেওয়া হয়েছে। যেখানে সমাজের সবচেয়ে হতদরিদ্র পরিবারগুলো মাংস পেয়েছেন। যারা কোরবানি ঈদ ছাড়া গরুর মাংস কিনতে পারে না, তারাই কেবলমাত্র এই সুবিধা পাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের এই মাংস বিতরণ কার্যক্রম খুবই যৌক্তিক ও সময় উপযোগী, আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি আগামীতেও তারা এই কার্যক্রম আরও বেগবান ও সম্প্রসারণ করবেন।