খুলনার রূপসা উপজেলায় স্বামীকে হাত-পা বেঁধে মারধর করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি.শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু’র” সহযোগী মিরাজ-কে যৌথবাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে এ ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা।
রূপসা থানা পুলিশ জানায়. রোববার মধ্যরাতে নৈহাটী ইউনিয়নের একটি গ্রামের এক যুবককে একই গ্রামের মোঃ পারভেজ. রাতুল ও মোঃ মাসুদ রূপসা কলেজের পাশে একটি বাড়িতে স্বামীকে আটকে রাখে। তারা তাঁর হাত-পা বেঁধে মারধর করে। এরপর ওই যুবকের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে তিন জনে ধর্ষণ করে।
পরে গতকাল সোমবার সকালে ওই নারীকে উদ্ধার করে তাঁর স্বামী ও আত্মীয় স্বজনরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁর ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পরিবার।
নির্যাতনের শিকার ওই নারীর স্বামীর অভিযোগ.খুলনা নগরীর শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মিরাজকে যৌথবাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে ওই তিন জন এ ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে রূপসা থানার ওসি মোঃ মাহফুজুর রহমান জানান. ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে. বাংলাদেশ সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়. রোববার সকাল সাড়ে ৭ টায় যৌথ অভিযানে খুলনা শহরের একটি বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু’র দুই জন ঘনিষ্ঠ সহযোগীসহ মোট তিন জন গ্রেপ্তার করে যৌথবাহিনী।
অভিযানে ১ টি দেশিয় শট গান. ৩ রাউন্ড গোলাবারুদ. ২৫টি ক্রেডিট কার্ড.বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা. ব্ল্যাংক চেক ও বেশ কিছু মোবাইল উদ্ধার করা হয় বলে জানায় সেনাবাহিনী।