বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন,
লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ বর্তমান প্রেক্ষাপটে টার্নিং পয়েন্ট হতে পারে বলে।
আজ মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের দাওয়াত দেয়া হয়েছে। লন্ডন সময় শুক্রবার (১৩ জুন) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠক হবে। এ বৈঠককে আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই বৈঠকের গুরুত্ব অনেক বেশি। সব কিছু সঠিকভাবে হলে এ বৈঠক রাজনীতির জন্য ইতিবাচক ও টার্নিং পয়েন্ট হতে পারে। তিনি বলেন, বৈঠকটি হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। রাজনৈতিক সংকট সমাধানে এই বৈঠক বিরাট সম্ভাবনার সৃষ্টি হয়েছে; নতুন দিগন্তের সূচনা হতে পারে। এখন সেটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের ওপর যে তারা কীভাবে এটাকে সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। সবাইকে দায়িত্বশীল হতে হবে যেনো গণতন্ত্রের পথের যাত্রা বিঘ্ন না হয়। এজন্য জাতীয় ঐক্য দরকার।