বাংলাদেশ জামায়াতে ইসলামীর মান্দা উপজেলা শাখার উদ্যোগে ঈদ উল আযহা উপলক্ষে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (৯ জুন) বেলা ১১ টায় উপজেলার সদর প্রসাদপুর বাজার সংলগ্ন স্থানীয় কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমীর খন্দকার মুহাম্মদ আবদুল রাকিব। তিনি বলেন, “ঈদের আনন্দ শুধু ব্যক্তি বা পারিবারিক পরিসরে সীমাবদ্ধ না রেখে সমাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে আমাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।” এ অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যাপক আবদুল মালেক, রাজশাহী মহানগর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদৎ হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ এবং জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল-আমিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুব বিভাগের সভাপতি মো. আবদুল মালেক, বিশিষ্ট ব্যাংকার মো. রেজাউল করিম ও ইঞ্জিনিয়ার মো. তুখরেজুল ইসলাম শামিম, অ্যাডভোকেট ওয়ালিউল্লাহ, ইঞ্জিনিয়ার আতাউর রহমান, সাবেক জেলা সভাপতি মেহেদী হাসান (বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির), নওগাঁ পৌরসভা আমীর মো. শফিকুল ইসলাম এবং সাবেক উপজেলা শিবির সভাপতি বৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়। শেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।