খুলনার কয়রা বাজারে পঁচা ও অস্বাস্থ্যকর মাংস বিক্রির অভিযোগে সিদ্দিক মোড়ল (৪২) নামের এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার ১২ জুন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলী বিশ্বাস কয়রা বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযোগে জানা গেছে, কয়রা উপজেলার ১ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা রহিম মোড়লের ছেলে সিদ্দিক মোড়ল ও আব্দুল গফুর দীর্ঘদিন ধরে বাজারে তাদের দোকানে পচা ও বাসি মাংস বিক্রি করে আসছিলেন।
স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার সকালে আব্দুর রবসহ কয়েকজন ক্রেতা দোকান থেকে মাংস কিনে বাড়ি ফেরার পর প্যাকেট খুলতেই তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তারা দোকানে ফিরে এসে বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।