২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বৃহস্পতিবার (১২ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা পাঠিয়েছেন প্রধান উদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় তিনি জানান, আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকল পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। এই কঠিন সময়ে, আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা নিহতদের এবং তাদের প্রিয়জনদের সাথে রয়েছে। আমরা ভারত সরকার এবং জনগণকে সমর্থন জানাই এবং যেকোনোভাবে আমাদের পূর্ণ সমর্থন প্রদান করি। অনুগ্রহ করে আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস গ্রহণ করুন।