বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে তিনি নিজেও গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
নিহত দুজন হলেন মোঃ মনিরুজ্জামান (৫২) এবং তার স্ত্রী রেহেনা খাতুন (৪৫) আজ শনিবার ১৫ জুন সকালে নিজ ঘর থেকে রেহেনা এবং বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় মনিরুজ্জামানের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান.এ দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।